১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুলাউড়ায় পিতৃহারা শিশু সন্তানদের পুলিশ সুপারের সহায়তা প্রদান

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

এস আর অনি চৌধুরী :: কুলাউড়া উপজেলার হরিপুর এলাকার পিতৃহারা ৩ অসহায় শিশুকে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ পিপিএম (বার) এর পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। গত শনিবার রাতে কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়ের নেতৃত্বে পুলিশের একদল পিতৃহারা সন্তানদের বাড়ীতে গিয়ে তাদের হাতে খাদ্য সামগ্রী পৌছে দেন।
জানা যায়, কুলাউড়া উপজেলার কুলাউড়া ইউনিয়নের হরিপুর এলাকার দিন মজুর আতিক মিয়া গত ২৪ নভেম্বর ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে স্ত্রী রফনা বেগমসহ তিন শিশু সন্তান রাফি মিয়া (২), আয়েশা বেগম (৮) ও তানজিনা (৪) কে রেখে মারা যান। মৃত্যুর পর ৩ শিশু সন্তানের অসহায়ত্ব নিয়ে বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি মৌলভীবাজার পুলিশ সুপারের দৃষ্টি গোচর হয়। পরবর্তীতে পুলিশ সুপার কুলাউড়া থানার ওসিকে তার পক্ষ থেকে অসহায় পরিবারের কাছে কিছু খাদ্য সামগ্রী পৌছে দেয়ার নির্দেশ দিলে ওসি বিনয় ভূষণ রায় শনিবার রাতে নিহত আতিক মিয়ার শিশু সন্তানদের হাতে ৫ প্যাকেট পোলাও, ১০ কেজি চাউল, ২ কেজি আলু, ৫ লিটার তৈল, ২ কেজি ডাল ও ২ কেজি পিয়াঁজ তাদের বাড়ীতে গিয়ে পৌছে দেন। এ সময় অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় অসহায় পরিবারকে শান্তনা প্রদানসহ পুলিশ সুপার এর পক্ষ থেকে তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা হবে বলে আশ্বস্থ করা হয়।

542 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন