১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কুলাউড়ায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট :: কুলাউড়া থানা পুলিশের ব্রাহ্মণবাজার এলাকায় পরিচালিত পৃথক পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, এসআই মাসুদ আলম ভুঁইয়াসহ তার সঙ্গীয় ফোর্স শনিবার রাতে ব্রাহ্মণবাজার ইউনিয়নের মনোহরপুর এলাকার গুলাইছ মেম্বারের অটোরাইছমিলের সম্মুখ থেকে রিংকু দে নামে এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রিংকু মনোহরপুর নিবাসী মৃত নিখিল দের পুত্র।
অপরদিকে গত শুক্রবার রাতে একই এলাকায় এসআই কানাই লাল চক্রবর্তী ও এসআই শাহীন হোসেনসহ সঙ্গীয় ফোর্স অপর এক অভিযান চালিয়ে লুৎফুর রহমান নামে মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত লুৎফুর পশ্চিম জালালাবাদ নিবাসী ইছরাব মিয়ার পুত্র। উভয় ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কুলাউড়া থানার পৃথক পৃথক মামলা দায়ের করে আসামিদের মৌলভীবাজার কোর্টে সোপর্দ করা হয়েছে।
ওসি জানান, কুলাউড়ায় মাদক নির্মুলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

1060 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন