১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুলাউড়ায় ডাকাতি প্রতিরোধে পুলিশ-জনতার যৌথ পাহারা

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

অনি চৌধুরীঃ কুলাউড়া উপজেলায় ডাকাতি প্রতিরোধে সোমবার দিবাগত রাতে পুরো উপজেলা জুড়ে রাতভর পুলিশ-জনতা যৌথ পাহারা দেয়া হয়েছে। মৌলভীবাজার জেলাকে ডাকাতমুক্ত রাখতে পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) এর নির্দেশে সোমবার (২৩ নভেম্বর) কুলাউড়া থানা পুলিশের আয়োজনে রাত সাড়ে ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত এ মহড়া দেয়া হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় এর নেতৃত্বে ওসি (তদন্ত) আমিনুল ইসলাম এর সহযোগিতায় পুলিশ-জনতার যৌথ মহড়া কুলাউড়া থানা থেকে বের হয়ে উপজেলার ভাটেরা, ব্রাহ্মণবাজার, টিলাগাও, গাজীপুর, রবির বাজার, হাজিপুর সহ বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে। মহড়ায় কুলাউড়া থানার এসআই সনক কান্তি দাস, এসআই রফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন এলাকার প্রায় তিন শতাধিক জনতা অংশগ্রহণ করেন। কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় বলেন, সকলের সহযোগিতায় কুলাউড়া উপজেলাকে ডাকাতমুক্ত রাখতে পুলিশ-জনতার পাহারা অব্যাহত থাকবে।

 

570 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন