৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুলাউড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী শাহিন আটক

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট :: কুলাউড়ায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫শ গ্রাম গাঁজাসহ শাহিন মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের দক্ষিণ জয়পাশা গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী পলাতক আসামি আবু বক্কর এর বসত ঘর থেকে তাকে আটক করা হয়। আটককৃত শাহিন মিয়া মধ্য জয়পাশা এলাকার মান্নান মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান, থানার এসআই কানাই লাল চক্রবর্তী, এএসআই মো. নাজমুল হোসেন সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫শ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী শাহিন মিয়াকে আটক করেন।
তিনি আরও জানান, তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে শুক্রবার (২০ নভেম্বর) মৌলভীবাজার আদালতে পাঠানো হবে।

573 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন