১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার

ভাটেরায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের সভা

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২০

ফেইসবুকে শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া থানা পুলিশের আয়োজনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সোমবার বিকেলে ভাটেরা ষ্টেশন বাজারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ভাটেরা বাজার বণিক সমিতির সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও ভাটেরা ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক সাইফুল ইসলাম রুকনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি কুলাউড়া থানার নবাগত ওসি বিনয় ভূষণ রায় এলাকার চুরি, ডাকাতিসহ সকল ধরনের অপরাধ দমনে পুলিশ কঠোর ভূমিকা পালন করবে বলে আশ্বাস প্রদান করেন। তিনি পুলিশের সঠিকভাবে দায়িত্ব পালনে এলাকার সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
বিশেষ অতিথি ছিলেন ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ একেএম নজরুল ইসলাম, কুলাউড়া থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, ভাটেরা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ রনি হাসান সালাম প্রমুখ। সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজসহ বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।


ফেইসবুকে শেয়ার করুন
787 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন