১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুলাউড়ায় স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট :: কুলাউড়া উপজেলায় স্বামীর সাথে ঝগড়া করে গলায় ফাঁস দিয়ে কাজলি রানী দাস (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ওই গৃহবধূ নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি উপজেলার বরমচাল ইউনিয়নের পশ্চিম সিংগুর এলাকার অসিত কুমারের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে অসিত কুমারের সাথে তার স্ত্রীর ঝগড়া হয়। ঝগড়ার পর সন্ধ্যায় বাড়ির লোকজনের অজান্তে কাজলি রানী দাস গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে তার স্বজনরা তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক গৃহবূকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

653 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন