৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

কুলাউড়া পৌরসভা আগামী দিনে উন্নয়নের রোল মডেল হবে– সম্ভাব্য মেয়র প্রার্থী অধ্যক্ষ সিপার

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে কুলাউড়া রেলওয়ে রিক্রিয়েশন ক্লাব মাঠে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সমর্থনে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় কুলাউড়া পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ নৌকার সমর্থকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, নৌকার সাথে বিদ্রোহী কোন প্রার্থীকে নয়, নৌকার কান্ডারী তাকে করতে হবে যিনি দলের জন্য ত্যাগী। কোন বিদ্রোহীকে নৌকার কান্ডারী করা হলে কুলাউড়া পৌরসভার আওয়ামী লীগ কিংবা এর সহযোগি সংগঠন তা মেনে নেবে না। দলের দু:সময়ে যিনি আওয়ামী লীগের জন্য কাজ করেছেন, যিনি ছাত্রলীগ, শ্রমিকলীগ এবং বর্তমান আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদকে দলীয় মনোনয়ন দেয়ার দাবি জানান সর্বস্তরের নেতাকর্মী সমর্থকরা। বিগত পৌর নির্বাচনে তিনি মনোনয়ন দাবী করলেও তাঁকে মনোনয়ন বঞ্ছিত করা হয়।
কুলাউড়া পৌর আওয়ামী লীগ সভাপতি খোরশেদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা ও সম্ভাব্য নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গৌরা দে, পৌর যুবলীগের আহবায়ক শাহীন আহমদ, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান বখস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এহসান আহমদ টিপু, রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি নাজমুল হক, সড়ক পরিবহন শ্রমিক লীগের আহ্বায়ক উমর মিয়া, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেলসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। মতবিনিময় সভা শেষ এক বিশাল মিছিল কুলাউড়া শহর প্রদক্ষিণ করে।

নৌকার মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ বলেন, দলের সর্বস্তরের নেতাকর্মীরা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে সমর্থন জানাচ্ছেন, তাতে আগামী পৌরসভা নির্বাচনে কুলাউড়া পৌরসভায় নৌকার বিজয় সুনিশ্চিত। এভাবে সবাই ঐক্যবদ্ধ থাকলে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের মহাসড়কে কুলাউড়া পৌরসভা অন্তর্ভূক্ত হবে। বিগত দিনে পৌরসভা অনেক উন্নয়ন বঞ্চিত হয়েছে। এর থেকে বেরিয়ে আসতে হবে। কুলাউড়া পৌরসভা আগামী দিনে উন্নয়নের রোল মডেল হবে।
উল্লেখ্য, কুলাউড়া পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকলেও নৌকার কান্ডারি হতে দলীয় নেতাকর্মীর পাশাপাশি ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন উপজেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।

770 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন