প্রকাশিত: নভেম্বর ৬, ২০২০
ডেক্স রিপোর্ট ঃ ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে কটূক্তি ও ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে কুলাউড়া শহরে সমমনা ইসলামী দলের আয়োজনে এক বিশাল বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম’আ অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে। মিছিল শেষে শহরস্থ চৌমুহনীতে সমমনা ইসলামী দলের আহ্বায়ক অধ্যক্ষ মাওঃ বদরুদ্দীনের নেতৃত্বে ও হাফিজ কামরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে মহা নবীর বিরুদ্ধে কটূক্তি ও ব্যাঙ্গচিত্র প্রদর্শনের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন মাওঃ আনোয়ার হুসাইন ও মাওঃ আজিজ আহমদ প্রমুখ।
সভায় বক্তারা সকল মুসলিম জাতিকে ফ্রান্সের পন্য বয়কট ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মান রক্ষায় সদা সতর্ক থাকার আহ্বান জানিয়ে ফ্রান্স সরকারের সাথে যাবতীয় সম্পর্ক ছিন্ন করার জন্য বাংলাদেশ সরকারের নিকট আবেদন জানান। উক্ত প্রতিবাদ সমাবেশে সমমনা ইসলামী দলের নেতা-কর্মী ছাড়াও বিপুল সংখ্যক তৌহিদী জনতা অংশ গ্রহণ করেন।