১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার

কুলাউড়ায় পাভেল ডাকাতের আত্মসমর্পণ

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

অনি চৌধুরী :: কুলাউড়া থানায় এসে অন্ধকারের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার জন্য স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন পাভেল আহমদ নামে এক ডাকাত। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে থানায় এসে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন তিনি। এ সময় পুলিশ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। পাভেল পূর্ব মনসুর এলাকার মৃত জয়নাল আহমদের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যয় নিয়ে শুক্রবার রাতে থানায় এসে আত্মসমর্পণ করেন পাভেল। অপরাধ জগৎ থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করে ডাকাতি এবং চুরির মত জঘন্য কোনো কাজে নিজেকে সম্পৃক্ত করবে না বলে অঙ্গীকার করেছেন তিনি। অন্ধকার জগৎ ছেড়ে আলোর পথে ফিরে আসায় পুলিশের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

1269 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন