১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুলাউড়া হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে উত্তেজনা

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রিয়াদ নামে দেড় মাসের এক শিশু সন্তানের মৃত্যু নিয়ে উত্তেজনার সৃষ্টি হলে অবশেষে পুলিশী হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রম করা হয়।
জানা যায় জুড়ী উপজেলাধীন বাহাদুরপুর নিবাসী আব্দুল লতিফের দেড় মাসের এক শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার বিকেলে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। শুক্রবার বেলা ৩ টার দিকে শিশুটিকে কর্তব্যরত নার্স নেবুলাইজার দেয়ার পর শিশুটির শারিরীক অবস্থার অবনতি ঘটলে তাকে কর্তব্যরত ডাক্তার মৌলভীবাজার সদর হাসপাতালে রেফারকালে শিশুটির মৃত্যু ঘটে। মৃত্যুর ঘটনা নিয়ে হাসপাতালে উত্তেজনার সৃষ্টি হলে খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নুরুল হক, পুলিশের কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওছার দস্তগীর, ওসি ইয়ারদৌস হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। পরে ময়না তদন্তের জন্য শিশুর লাশ হাসপাতাল থেকে থানায় নিয়ে যাওয়া হয়।

1294 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন