প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২০
ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলার কুলাউড়া ইউনিয়নের করেরগ্রামের কালা মিয়ার মেয়ে অগ্রণী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী শাম্মী আক্তারকে (১৫) আত্মহত্যার প্ররোচনা দেয়ার অপরাধে রিজন ও নুরুল নামে দু’বখাটের বিরুদ্ধে অবশেষে কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়, শংকরপুর গ্রামের বকুল মিয়ার পুত্র বখাটে রিজন আহমদ (২১) ও তাঁর সহযোগী করেরগ্রামের মইনুল মিয়ার পুত্র নুরুল মিয়া (১৮) সহ উক্ত দু’বখাটের প্ররোচনায় গত ২৫ অক্টোবর রাতে স্কুল ছাত্রী শাম্মি আক্তার বিষপানে মারা যায়।
এব্যাপারে নিহত ছাত্রীর বাবা কালা মিয়া বাদী হয়ে গত ২৭ অক্টোবর রাতে কুলাউড়া থানায় উক্ত দু’বখাটেকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুদ আলম ভুঁইয়া জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।