১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুলাউড়ায় দুর্গাপূজার উপহার পাঠালেন পুলিশ সুপার ফারুক আহমেদ

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

এস আর অনি চৌধুরী :: কুলাউড়া উপজেলার শিববাড়ি মন্দিরে দুর্গাপূজার উপহার হিসেবে ফল ও মিষ্টি পাঠিয়েছেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. ফারুক আহমেদ পিপিএম (বার)।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে পুলিশ সুপারের পক্ষে এসব উপহার ফল ও মিস্টি কাদিপুর ইউনিয়নের শিববাড়ি মন্দির কর্তৃপক্ষের হাতে তুলে দেন কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান।

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ডিবির ওসি বিনয় ভূষণ রায়, জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, কুলাউড়া থানার এস আই সনক কান্তি দাস, কানাই লাল চক্রবর্তী, পরিমল চন্দ্র দাস, কুলাউড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমনসহ শিববাড়ি মন্দিরের অন্যান্য নেতৃবৃন্দ।

পুলিশ সুপারের উপহার পেয়ে উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা বলেন, পুলিশ সুপার মো. ফারুক আহমেদ পিপিএম (বার) এর পক্ষ থেকে এই সুন্দর উপহার পাঠিয়ে পুলিশ বাহিনীর মর্যাদাকে অনেক উপরে নিয়ে গেছেন। আমরা প্রত্যেকটি পূজা কমিটির পক্ষ থেকে জেলা পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

1120 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন