২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুলাউড়ায় যুবকের আত্মহত্যা

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট :: কুলাউড়ায় স্ত্রীর উপর অভিমান করে খলিলুর রহমান (৩৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। খলিলুর রহমান ওই গ্রামের আব্দুল মালিকের ছেলে।

জানা যায়, দীর্ঘদিন ধরে স্ত্রীর সঙ্গে খলিলের মনমালিন্য চলছিল। এরই জেরে বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যদের অজান্তে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন খলিল। পরে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কুলাউড়া থানার এস আই মাসুদ আলম ভুঁইয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হবে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

1132 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন