প্রকাশিত: অক্টোবর ২২, ২০২০
ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলার রবিরবাজারে দ্রুতগামী এক ট্রাক চাপায় তানভীর হোসেন কাওসার (১৩) নামে এক কিশোরের মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে কুলাউড়া উপজেলাধীন পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সম্মুখে এ ঘটনা ঘটে। উপস্থিত জনতা ঘাতক ট্রাকসহ চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। নিহত কাওসার কর্মধা ইউনিয়নের বুধপাশা গ্রামের মো. জহির মিয়ার ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে রবিরবাজার-কর্মধা রোডে দ্রুতগামী ইট বোঝাই একটি ট্রাক পৃথিমপাশা ইউপি কার্যালয় সংলগ্নস্থানে বাই-সাইকেল চালিয়ে যাওয়া তানভীর হোসেন কাওসারকে ধাক্কা দেয়। এতে ট্রাকের ধাক্কায় বাই-সাইকেল থেকে কাওসার ছিটকে ট্রাকের চাকার নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলায়েত হোসেন ও থানা পুলিশের এস আই পরিমল চন্দ্র দাসের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহত কাওসারকে উদ্ধার এবং ঘাতক ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।