প্রকাশিত: অক্টোবর ২০, ২০২০
ডেক্স রিপোর্ট ঃ কুলাউড়া উপজেলাধীন কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের শূন্য মেম্বার পদে মঙ্গলবার (২০ অক্টোবর) অনুষ্ঠিত উপনির্বাচনে আহমেদ শাহনেওয়াজ মেহেদী হাসনাত চৌধুরী (ফুটবল) ৪৭১ ভোট পেয়ে তাঁর অপর দু’প্রতিদ্বন্দি প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে নির্বাচিত হয়েছেন।
কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. আহসান ইকবাল জানান, নির্বাচনী তফশীল অনুযায়ী মঙ্গলবার কুলাউড়া ইউনিয়নের করেরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত উপনির্বাচনে ৩ জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দি আহমেদ শাহনেওয়াজ মেহেদী হাসনাত চৌধুরী নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ওয়ার্ডের ১২৪৫ জন ভোটারের মধ্যে ৯১১ জন ভোটার অংশ গ্রহন করেন। প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন পজিব কর্মকর্তা মো. আফলাতুন চৌধুরী। নির্বাচনে প্রতিদ্বন্দি অপর দু’প্রার্থীর মধ্যে মো. লুৎফুর রহমান (মোরগ) ২৮২ ও সিরাজুল ইসলাম তারেক (তালা) ১৪৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। উল্লেখ্য, উক্ত ওয়ার্ডের নির্বাচিত মেম্বার মো. চেরাগ আলী গত ৬ জুলাই মৃত্যুবরণ করায় উক্ত ওয়ার্ডের মেম্বার পদ শূন্য হয়।