১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কুলাউড়ায় ধর্ষনের বিরুদ্ধে পুলিশের সমাবেশ

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

অনি চৌধুরী ঃ মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে শনিবার সকাল ১০ টায় কুলাউড়া থানা ভবনের সম্মুখে নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী পুলিশ-জনতা সমাবেশ অনুষ্টিত হয়।
কুলাউড়া থানার ওসি মোঃ ইয়ারদৌস হাসানের সার্বিক তত্বাবধানে আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান ও কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওছার দস্তগীর। সমাবেশে বক্তারা সন্তানদের মা-বাবার নির্দেশনা মেনে চলার, উঠতি বয়সের ছেলে-মেয়েদের কাছ থেকে মোবাইল ফোন দুরে রাখার, নারীদের চলাফেরায় সতর্কতা অবলম্বন করার ও প্রয়োজনে ৯৯৯ নাম্বারে ফোন করে পুলিশের সহযোগিতা নেয়ার আহ্বান জানানো হয়। এছাড়া সমাবেশে নারী-পুরুষসহ থানার পুলিশ সদস্যরা অংশ গ্রহন করেন।
ওসি মোঃ ইয়ারদৌস হাসান জানান কুলাউড়া থানা পুলিশের সংশ্লিষ্ট বিট কর্মকর্তাদের নেতৃত্বে একই সময়ে একযোগে পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নে সমাবেশ কর্মসুচী পালন করা হয়।

853 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন