১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

কুলাউড়ায় ৩ ধর্ষক গ্রেপ্তার

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট ঃ কুলাউড়া উপজেলায় এক কিশোরীকে (১৭) গণধর্ষণের অভিযোগে কুলাউড়া থানা পুলিশ ৩ ধর্ষককে গ্রেফতার করেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার মনছড়া এলাকায় গণধর্ষণের শিকার কিশোরী বাদী হয়ে বুধবার কুলাউড়া থানায় এক মামলা দায়ের করেছে।
থানা সূত্রে জানা গেছে, কুলাউড়া উপজেলার মনছড়া এলাকায় কিশোরী গনধর্ষনের খবর পেয়ে বুধবার (১৪ অক্টোবর) সকালে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওছার দস্তগীর এর নেতৃত্বে কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান, এসআই সনক ও এসআই শাহীন ঘটনাস্থলে পৌছে কিশোরীকে উদ্ধার ও উপজেলার গাজিপুর এলাকার আরজন আলী (২৪), কাশেম আলী (২৫) ও পাপ্পু সূত্রধর (২৩) নামে তিন ধর্ষককে গ্রেপ্তার করেন। এ ঘটনায় নোয়াখালীর ঐ কিশোরী বাদী হয়ে ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত ৩ আসামীকে মৌলভীবাজার কোর্টে সোপর্দ করা হয়েছে বলে থানাসুত্রে জানা গেছে।

820 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন