প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২০
স্টাফ রিপোর্ট :: কুলাউড়া আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদের চলতি বছরের প্রথম পর্যায়ে গভীর নলকূপ পেলো যেসকল প্রতিষ্ঠান- কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুলাউড়া ফায়ার সার্ভিস, ভাটেরা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা, কৃস্নপুর বায়তুন নুর জামে মসজিদ, মেড়াভুই এলাকা, উত্তর রঙ্গিলকুল জামে মসজিদ, পশ্চিম কামারকান্দি জামে মসজিদ, মিরশংকর দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা, দক্ষিণ বেগমানপুর শ্রীশী দেবালয়, মনোহরপুর জামে মসজিদ, টিলাগাঁও জামে মসজিদ, নোয়াগাঁও জামে মসজিদ, হামজা জামে মসজিদ, পুরশাই রাস্তার মুখ, আহমদ সোহান সোনালী উচ্চ বিদ্যালয়, ভাটগাঁও জামে মসজিদ, বিনা পানী দেবালয়, শিল দিঘীলপর জামে মসজিদ, মিয়ারপাড়া জামে মসজিদ, ডরিতাজপুর দাখিল মাদ্রাসা, লংলা খাস পশ্চিম জামে মসজিদ, মাদানগর প্রবাসী ঈদগাহ বাজার জামে মসজিদ, নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা, মনোহরপুর জামে মসজিদ, হযরত ফাতেমা (রাঃ) হাফিজিয়া মাদ্রাসা, লস্করপুর বেড়ি গাঁও জামে মসজিদ, আল ফালাহ জামে মসজিদ, দক্ষিণ গাজিপুর বায়তুন নুর জামে মসজিদ, উত্তর প্রতাবী জামে মসজিদ, পাঁচপীরের মোকাম জামে মসজিদ, নর্তন বাগাজুরা শাহ হালিম উদ্দিন জামে মসজিদ, দক্ষিণ মুকুন্দপুর নুরারী জামে মসজিদ, উত্তর ভবানীপুর বায়তুল সালাম জামে মসজিদ।
এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এক বিবৃতি দিয়ে কুলাউড়ার সর্বস্তরের জনগনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যে সমস্ত প্রতিষ্ঠানের নামে গভীর নলকূপ বরাদ্দ দেয়া হয়েছে তারা যেন সরকারি নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত কাউকে অর্থ প্রদান না করেন। কেউ যদি গভীর নলকূপ, সোলারসহ আমার নামে যে কোন বরাদ্দ পাইয়ে দিবে বলে টাকা চায় সে ক্ষেত্রে আপনারা আমার বিশেষ সহকারী সুহেল আহমদ (০১৭১৭৫৪১৭২৩) ও শেখ রুহেল আহমদ (০১৭১০৭১২৪৩২) এর সাথে অথবা আমার উত্তরবাজারস্থ কার্যালয়ে যোগাযোগ করার জন্য আহবান করা যাচ্ছে।