প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২০
ডেক্স রিপোর্ট ঃ কুলাউড়া থানা পুলিশ ১শ পিস ইয়াবাসহ মধু মিয়া (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। মধু উপজেলার বুধপাশা এলাকার নোয়াব উল্লাহর ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার এসআই সনক কান্তি দাশ ও মাসুদ আলম ভূঁইয়াসহ সঙ্গীয় ফোর্স মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার মুড়ইছড়া এলাকায় এক অভিযান চালিয়ে ১শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মধু মিয়াকে গ্রেপ্তার করেন। মাদক ব্যবসায়ী মধুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে মৌলভীবাজার কোর্টে সোপর্দ করা হবে বলে থানা সূত্রে জানা গেছে।