৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

কুলাউড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট : কুলাউড়া উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শিমুল আলীর পরিচালনায় “ দুর্যোগ ঝুকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন” অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগকে প্রশমন করা সম্ভব হবে বলে মতামত ব্যক্ত করেন।
অনুষ্টানে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইব্রাহিম, কৃষি সম্প্রসারন কর্মকর্তা বিল্লাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মতলিব, সহকারী শিক্ষা কর্মকর্তা সৌরভ গোস্বামী, শিশু বিষয়ক কর্মকর্তা (ভারঃ) আবুল বাশার, পরিসংখ্যান কর্মকর্তা ফয়সল আহমদ নিয়াজী, এনজিও সংস্থা সুচনার সাহাদাত হোসেন প্রমুখ।

719 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন