১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুলাউড়ায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ ঃ কুলাউড়া উপজেলা শিশু একাডেমীর আয়োজনে রোববার বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্টিত হয়েছে। উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আবুল বাসার এর সভাপতিত্বে ও শিশু শিক্ষার্থী নুসরাত জাহান নওশীন এর উপস্থাপনায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্টিত সমাপনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন ও উপজেলা সমবায় অফিসার জামাল আহমদ। বক্তব্য রাখেন শিশু বক্তা রেদওয়ানুল হক রাদিন প্রমুখ।
সভাশেষে সপ্তাহব্যাপী দিবসের দেশাত্ববোধক সঙ্গীত, কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ। ৩ ইভেন্টের প্রতিযোগিতায় উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অর্ধ শতাধিক শিক্ষার্থী অনলাইনে অংশ গ্রহন করে। অংশগ্রহনকারীদের মধ্যে প্রতি ইভেন্টে ৯ জন করে মোট ২৭ জন বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া সমাপনী অনুষ্টানে বাংলাদেশ শিশু একাডেমীর কেন্দ্রীয় কার্যালয়ের সাথে ভার্চুয়াল আলোচনায় অংশ নেয় কুলাউড়া নবীন চন্দ্র মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আহনাফ হক আফিফ। উল্লেখ্য গত ৫ অক্টোবর সপ্তাহের উদ্বোধন করেন ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী।

533 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন