২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

শ্রীমঙ্গলে ক্রমবর্ধমান নারী নির্যাতন ও ধর্ষনের প্রতিবাদে সুজন’র মানববন্ধন

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ শ্রীমঙ্গলে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর আয়োজনে ক্রমবর্ধমান নারী নির্যাতন ও ধর্ষনের প্রতিবাদে শনিবার সকাল সাড়ে ১১ টায় শ্রীমঙ্গল পৌরসভার সম্মুখে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দের অংশগ্রহনে এক মানববন্ধন অনুষ্টিত হয়।
সুজন শাখার সভাপতি শিক্ষক ও লেখক দ্বীপেন্দ্র ভট্টাচার্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ কাওছার ইকবালের পরিচালনায় অনুষ্ঠিত মানবন্ধনে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মুয়ীজুর রহমান, ময়মনসিংহ ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর লোকেশ চন্দ্র দেব, পর্যটন সেবা সংস্থার সভাপতি আবু সিদ্দিক মুসা, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সম্মেলিত নাট্য পরিষদের সভাপতি রজত শুভ্র চক্রবর্তী, কোষাধ্যক্ষ সুমন বৈদ্য, সুজন শ্রীমঙ্গল উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক আনিসুর ইসলাম আশরাফী, উচ্ছাস থিয়েটারের সাধারণ সম্পাদক নীতেশ সুত্রধর, প্রান্তিক থিয়েটারের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান শহীদ, শ্রীমঙ্গল সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক বিকাশ দাশ বাপৃপন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার শ্রীমঙ্গলের অর্থ সম্পাদক কানন বৈদ্য, পরম যুব সংঘ এর সাধারণ সম্পাদক দিগ্বিজয় রায় আকাশ, উদ্বীপ্ত তারণ্য এর সমন্বয়ক শিমুল তরফদার, উপজেলা প্রেসক্লাবের সদস্য বিক্রমজিৎ, টিআইবির জুঁই দেব, রোজিনা আক্তার প্রমূখ।

809 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন