৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

কুলাউড়ায় আনসার ভিডিপির মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের আয়োজনে কাদিপুর ইউনিয়নে গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণের (পুরুষ ও মহিলা) উদ্বোধন করা হয়েছে। মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়ে ১০ দিনব্যাপী প্রশিক্ষনের উদ্বোধন করেন প্রধান অতিথি শ্রীমঙ্গল কালাপুর ২ আনসার ব্যাটালিয়ন পরিচালক ও মৌলভীবাজার জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
কুলাউড়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ছালমা বেগম এর সভাপতিত্বে ও উপজেলা প্রশিক্ষক মোঃ আনোয়ার হোসেন এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার আনসার ও ভিডিপি সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ রেজাউল ইসলাম, কাদিপুর ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান সালাম, ইউপি মেম্বার নজরুল ইসলাম। এছাড়া কাদিপুর ইউনিয়নের আনসার কমান্ডার আব্দুল মতলিব, দলনেতা মোঃ সাইদুর রহমান, দলনেত্রী আনোয়ারা বেগমসহ আনসার-ভিডিপি সদস্য-সদস্যারা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষনে ইউনিয়নের ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলা অংশ গ্রহন করছে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে ভাতা ও সনদপত্র বিতরণ করা হবে।

884 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন