১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

মৌলভীবাজার ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক সম্রাট মিলন গ্রেপ্তার

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট :: মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে মুরাদ আলী মিলন নামে এক মাদক সম্রাটকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায় এর নেতৃত্বে সোমবার সন্ধ্যায় মৌলভীবাজার শহর’স্থ উত্তর কলিমাবাদ এলাকা থেকে মিলনকে ইয়াবাসহ আটক করা হয়।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর কলিমাবাদ এলাকায় সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় এক অভিযান চালিয়ে মুরাদ আলী মিলন নামে এক মাদক সম্রাটকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর কাছ থেকে ৭৬০ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়। আটক মিলন উত্তর কলিমাবাদ এলাকার মৃত মাসুক মিয়ার ছেলে।

ওসি আরও জানান, মুরাদ আলী মিলনের নামে একাধিক মাদক মামলা রয়েছে। অভিযানে অংশ নেন ডিবি পুলিশের এসআই কাজী আরিফ, এএসআই মুকন্দ দেব বর্মা, কনস্টেবল কর্ন মনি দাস ও রহম আলী।

1676 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন