৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও ৬ নং ওয়ার্ড সদস্য পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট :: মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও ৬ নং ওয়ার্ড সদস্য পদে শুন্য আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন গত ১৫ সেপ্টেম্বর উক্ত দু আসনের তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৩ সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত মৌলভীবাজার রিটার্নিং অফিসারের কার্যালয় এবং মৌলভীবাজার সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২৬ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর এবং ভোট গ্রহণের তারিখ ২০ অক্টোবর সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত।

উল্লেখ্য, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মো. আজিজুর রহমান এবং ৬ নং ওয়ার্ড সদস্য (কুলাউড়া সদর ইউনিয়ন, রাউৎগাঁও, কর্মধা, পৃথিমপাশা, পৌরসভা) মো. আব্দুল মানিক এর মৃত্যুজনিত কারণে উক্ত দু’পদ শুন্য হওয়ায় নির্বাচন কমিশন থেকে আগামী ২০ অক্টোবর উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।

1067 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন