প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২০
ডেস্ক রিপোর্ট :: মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও ৬ নং ওয়ার্ড সদস্য পদে শুন্য আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন গত ১৫ সেপ্টেম্বর উক্ত দু আসনের তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৩ সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত মৌলভীবাজার রিটার্নিং অফিসারের কার্যালয় এবং মৌলভীবাজার সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২৬ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর এবং ভোট গ্রহণের তারিখ ২০ অক্টোবর সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত।
উল্লেখ্য, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মো. আজিজুর রহমান এবং ৬ নং ওয়ার্ড সদস্য (কুলাউড়া সদর ইউনিয়ন, রাউৎগাঁও, কর্মধা, পৃথিমপাশা, পৌরসভা) মো. আব্দুল মানিক এর মৃত্যুজনিত কারণে উক্ত দু’পদ শুন্য হওয়ায় নির্বাচন কমিশন থেকে আগামী ২০ অক্টোবর উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।