১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মাঝে ১ কোটি ২১ লাখ টাকার অর্থ সহায়তা বিতরণ

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট :: শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজঘাট ইউনিয়নের ১২ টি চা বাগানের চা শ্রমিকদের মাঝে ১ কোটি ২১ লাখ ৪৫ হাজার টাকা অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।

শ্রীমঙ্গল সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়িত চা শ্রমিকের জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় প্রধান অতিথি এমপি উপাধ্যক্ষ ড.মো. আব্দুস শহীদ উক্ত টাকা বিতরণ করেন।

শ্রীমঙ্গল ইউএনও নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার সুয়েব হোসেন চৌধুরীর পরিচালনায় অর্থ সহায়তা বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজঘাট ইউপি চেয়ারম্যান বিজয় বুনার্জী, রাজঘাট চা বাগানের জি এম মাঈনুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক ছালিক আহমদ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু তালেব বাদশা,পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহিন প্রমুখ।

অনুষ্ঠানে এমপি মো. আব্দুস শহীদ রাজঘাট ইউনিয়নের ১২ টি চা বাগানের ২৪২৯ জন চা শ্রমিক পরিবার প্রতি ৫ হাজার টাকা করে ১ কোটি ২১ লাখ ৪৫ হাজার টাকার চেক বিতরণ করেন।

498 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন