প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২০
ডেস্ক রিপোর্ট :: শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম এর নেতৃত্বে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) শ্রীমঙ্গল শহরের সেন্ট্রাল রোড ও মৌলভীবাজার রোডে পাইকারি ও খুচরা বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অপরাধে ৭ টি মামলায় ২২ হাজার ২ শত টাকা অর্থদণ্ড করে আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির অপরাধে সালাউদ্দিন ট্রেডার্সের মালিককে ২০ হাজার টাকা, ট্রেড লাইসেন্স হালনাগাদ না থাকায় ১ ব্যবসায়ীকে ৫ শত টাকা এবং সড়ক পরিবহন আইনে ৫ জন মোটরসাইকেল চালককে ১ হাজার ৭ শত টাকা অর্থদণ্ড করে আদায় করা হয়।
ইউএনও নজরুল ইসলাম জানান, বাজার মনিটরিংকালে ২৪ ঘন্টার ব্যবধানে পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে ব্যবসায়ীদের সতর্ক করা হয় ও বাজারে দ্রব্যের যোগান স্বাভাবিক ও মূল্য স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল কোর্টে ইউএনও’কে সহায়তা করে সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন এবং ওসি (তদন্ত) নয়ন কারকুনসহ পুলিশ ফোর্স।