প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২০
ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে গত শনিবার রাউৎগাঁও, পৃথিমপাশা ও কর্মধা ইউনিয়নে অসহায় দুস্থ ও অতি দরিদ্র পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি কোভিড-১৯ (করোনা) মহামারি পরিস্থিতিতে অতি সাধারণ মানুষের স্বাভাবিক জীবন যাপন ব্যাহত হওয়ায় রাউৎগাঁও, পৃথিমপাশা ও কর্মধা ইউনিয়নের বিপুল সংখ্যক কর্মহীন মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
কুলাউড়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিশ্বজিৎ দাস এর সার্বিক তত্ত্বাবধানে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি ড. রজত কান্তি ভট্টাচার্য্য, সহ সভাপতি অশোক কুমার ধর, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্র মীরবহর, সহ সাধারণ সম্পাদক প্রদীপ কান্ত দত্ত, অর্থ সম্পাদক সুশীল চন্দ্র দাস, সমাজ সেবা সম্পাদক প্রশান্ত দত্ত, ধর্ম বিষয়ক সম্পাদক স্বপন চক্রবর্তী সহ ৩টি ইউনিয়নের সভাপতি, সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।