৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

কুলাউড়ায় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের মানববন্ধন

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের আয়োজনে বুধবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ ও তাঁর সন্তান ঘোড়াঘাট ইউএনও ওয়াহিদা খানম এর উপর পাশবিক ও নির্মম হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।
কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রশাসক এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুশীল চন্দ্র দে এর পরিচালনায় শহরস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সম্মুখে অনুষ্টিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান ফাউন্ডেশনের উপজেলা সভাপতি সাহিদুর রহমান শাহী ও সম্পাদক মোঃ ইমদাদুল হক সুলতান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সম্পাদক মো সালাউদ্দিন আহমদ প্রমুখ। মানববন্ধনে কুলাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর সাবেক সহকারী কমান্ডার মোঃ মাসুক মিয়া, কমলা কান্ত ভৌমিক, নজির খান ও রজব আলীসহ উপজেলা কমান্ড কাউন্সিলের ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তাগন ঘোড়াঘাট ইউএনওসহ তাঁর মুক্তিযোদ্ধা বাবার উপর পাশবিক ও নির্মম হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তদন্ত সাপেক্ষে দ্রুত হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।

959 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন