১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুলাউড়ায় নিখোঁজের দুদিন পর মনু নদীতে ভেসে উঠলো কিশোরের লাশ

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট :: কুলাউড়া উপজেলায় নিখোঁজের দুদিন পর মনু নদীতে ভেসে উঠেছে সালাউদ্দিন (১৭) নামের এক কিশোরের লাশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে নিখোঁজ সালাউদ্দিনের লাশ মনু নদীতে ভেসে উঠে।

জানা যায়, বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাজীপুর ইউনিয়নের বিলেরপাড় গ্রামের মৃত ছমেদ মিয়ার ছেলে সালাউদ্দিন শরীফপুর ইউনিয়নের মনু নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়ে যায়। পরে স্থানীয়রা পানিতে অনেক খোঁজাখুঁজির পর তাঁর সন্ধান না পাওয়ায় পরদিন বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সিলেট ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়।

খবর পেয়ে সিলেট থেকে ফায়ার সার্ভিসের একটি বিশেষ ডুবুরি দল এসে রাত ৮ টা পর্যন্ত পানিতে খোঁজে তাকে উদ্ধার করতে পারেনি। শেষমেশ শুক্রবার সকালে মনু নদীতে নিখোঁজ সালাউদ্দিনের লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, লাশ পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠানো হবে। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর জানা যাবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে।

1084 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন