প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২০
ডেস্ক রিপোর্ট :: কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের নবাবগঞ্জ বাজারে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং ভূকশিমইল ইউডিসি আউটলেট এর উদ্বোধন করা হয়েছে। কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নবাবগঞ্জ বাজারস্থ মস্তফা-সায়রা বাণিজ্যিক ভবনে আনুষ্ঠানিকভাবে এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন করেন।
ভূকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান মো.আজিজুর রহমান মনির এর সভাপতিত্বে ব্যাংক ভবনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি কুলাউড়া ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং এর সফলতা কামনা করে বলেন, সরকারের এটুআই এর সাথে দেশের যে ছয়টি ব্যাংকের চুক্তি রয়েছে তাঁর মধ্যে ব্যাংক এশিয়া অন্যতম। তাই ব্যাংক এশিয়া এজেন্ট শাখার মাধ্যমে অত্রাঞ্চলের জনগণের কাছে সরকারের সকল সুযোগ সুবিধা দোরগোড়ায় পৌছে দেওয়া সম্ভব হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ব্যাংক এশিয়া উন্নতমানের সেবা দিয়ে জনগণকে স্বাবলম্বী করে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে সরকারের ব্যাংকিং সেবার স্বপ্ন বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবে।
ভূকশিমইল ইউনিয়নের গ্রাম আদালত সহকারী কামাল উদ্দিন এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংক এশিয়ার সিলেট ক্লাস্টার বিজনেসের হেড অব এজেন্ট ব্যাংকিং মো. আব্দুস সালাম, মৌলভীবাজার বার এর বিশিষ্ট আইনজীবী ও নোটারি পাবলিক এটিএম মান্নান, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও বাণিজ্যিক ভবনের সত্ত্বাধিকারী মো. আমিন উদ্দিন।
আরও বক্তব্য রাখেন ব্যাংক এশিয়ার বিভাগীয় ম্যানেজার মো. আল আমীন, উপজেলা অফিসার মোক্তার হোসেন, ইউপি মেম্বার সাহেদ আহমদ, ভূকশিমইল ব্যাংক এশিয়া এজেন্ট এর পরিচালক ধীরেন্দ্র মোহন দাস, হাজিপুর ইউনিয়নের উদ্যোক্তা বিরজিত দেবনাথ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আ.লীগ নেতা পংকি মিয়া, সাবেক মেম্বার আকুল মিয়া, ইলিয়াস আলী ও রফিক মিয়া, ব্যবসায়ী আজমল আলীসহ ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং এর প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি এটিএম ফরহাদ চৌধুরী ফিতা কেটে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং ভূকশিমইল ইউডিসি আউটলেট এর উদ্বোধন করেন।