১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কুলাউড়ায় পোনা অবমুক্তি কার্যক্রমের উদ্বোধন

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

অনি চৌধুরী ঃ কুলাউড়া উপজেলা মৎস্য অফিসের আয়োজনে বৃহস্পতিবার ২০২০-২০২১ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় পোনা অবমুক্তি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্ত করে কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আজহারুল আলম এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজরাতুন নাঈম, উপজেলা কৃষি কর্মকর্তা জগলুল হায়দার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইব্রাহিম, এমপির প্রতিনিধি মোঃ উস্তার মিয়া প্রমুখ।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম জানান হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সরকারী খুর্শী মৎস্যবীজ উৎপাদন খামার এর সরবরাহকৃত পোনা কুলাউড়া উপজেলা প্রশাসন, ভুমি প্রশাসন, থানা প্রশাসন, মসজিদ, মাদ্রাসা, মন্দির, শিক্ষাপ্রতিষ্টানসহ ২৮ টি প্রাতিষ্ঠানিক পুকুরের মধ্যে মোট ৩ শত ৩৪ কেজি পোনামাছ পর্যায়έমে অবমুক্তকরন করা হবে।

589 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন