১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুলাউড়া বিআরডিবি নির্বাচনের তফশীল ঘোষনা

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির (বিআরডিবি) চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সদস্য (পরিচালক) পদে নির্বাচনের তফশীল ঘোষনা করা হয়েছে।
কুলাউড়া উপজেলা সমবায় অফিসার ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ জামাল হোসেন জানান ঘোষিত তফশীল অনুযায়ী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সদস্য (পরিচালক) পদে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ও নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে অফিস চলাকালীন সময়ে ১ সেপ্টেম্বর থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ, দাখিলের শেষ তারিখ ৬ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, বাছাইয়ের তারিখ ৭ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত, বৈধ ও বাতিলকৃত প্রার্থীর চুড়ান্ত তালিকা প্রকাশ ২০ সেপ্টেম্বর সকাল ১০টায়, প্রত্যাহারের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ও ঐ দিন বেলা সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রতীক বরাদ্দ এবং বিআরডিবি ভবনের প্রশিক্ষন হলে ভোট গ্রহনের তারিখ ১ অক্টোবর সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

760 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন