প্রকাশিত: আগস্ট ২৯, ২০২০
ডেক্স রিপোর্ট ঃ কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ভুকশিমইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনুর পিতা বাদে-ভুকশিমইল নিবাসী বিশিষ্ট সমাজসেবক, প্রবীন ব্যক্তিত্ব হাজী মোঃ মদচ্ছির আলী শুক্রবার দিবাগত মধ্যরাতে নিজ বাড়ীতে বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেছেন। (ইন্না—রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৩ বছর। তিনি ৪ ছেলে ও ৬ মেয়েসহ আত্মীয়স্বজন রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা শনিবার বেলা ২-৩০ মিনিটে নিজ এলাকার রসুলগঞ্জ বাজারে অনুষ্টিত হয়।
জানাযায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার-২ মোঃ আবু জাফর রাজু, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ সম্পাদক মিছবাহুর রহমান, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আসম কামরুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম জাকির হোসেনসহ সর্বস্তরের বিপুল সংখ্যক লোক অংশ গ্রহন করেন।
শোক প্রকাশ ঃ হাজী মোঃ মদচ্ছির আলীর মৃত্যুতে গভীর শোক ও তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক বিবৃতি প্রদান করেছেন এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, সাবেক এমপি নওয়াব আলী আব্বাছ খান, সাবেক এমপি মোঃ আব্দুল মতিন, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান ও কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি একে এম সফি আহমদ সলমান এবং সাধারন সম্পাদক আসম কামরুল ইসলাম, পৌর মেয়র শফি আলম ইউনুছ, উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুল কাদির ও সম্পাদক প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন, সাবেক সভাপতি মোঃ খুরশীদ উল্লাহ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, ভুকশিমইল ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান মনির, ইউকে কুলাউড়া সমিতির সভাপতি মোস্তফা আব্দুল মালিক, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সম্পাদক মইনুল ইসলাম শামীম, সাপ্তাহিক হাকালুকি সম্পাদক উপাধ্যক্ষ আব্দুল হান্নান, কুলাউড়ার সংলাপ সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ প্রমুখ।