১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কুলাউড়ায় মাস্ক পরিধান না করায় মোবাইল কোর্টে অর্থদন্ড

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ :: কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরীর নেতৃত্বে কুলাউড়া থানা পুলিশের সহযোগিতায় বৃহস্পতিবার উপজেলার পৌর শহর এলাকায় স্বাস্থ্যবিধি নিশ্চিতকল্পে এক মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক পরিধান না করার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ টি মামলায় মোট ৫ হাজার ৯ শত টাকা জরিমানা করা হয়েছে।
ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী জানান, মোবাইল কোর্টের অভিযান পরিচালনাকালে সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করার অপরাধে ৯ জন পথচারীকে ২ হাজার ৪ শত টাকা এবং এক মোটরসাইকেল চালককে লাইসেন্স না থাকার অপরাধে ৩ হাজার ৫ শত টাকাসহ মোট ১০ জনকে অর্থদন্ড করে মোট ৫ হাজার ৯ শত টাকা আদায় করা হয়। তিনি আরো জানান করোনা ভাইরাস সংক্রমণ রোধে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি নিশ্চিতকল্পে আগামীতে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করে দেয়া হয়।

626 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন