২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুলাউড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির এক সভা মঙ্গলবার ইউএনও কার্যালয়ে অনুষ্টিত হয়। কমিটির সভাপতি ইউএনও এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিনের পরিচালনায অনুষ্টিত সভায় বিবাহ পরবর্তী পারিবারিক নির্যাতনসহ ১০ টি অভিযোগের বিষয়ে শুনানী করে ভুক্তভোগীদের সমাধানের সিদ্ধান্ত দেয়া হয়। সভায় ১০টি পারিবারিক অভিযোগের মধ্যে ৫টি নিস্পত্তি করা হয় ও ৫টি অভিযোগ বিচারের প্রক্রিয়াধীন রাখা হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সদস্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মতলিব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইব্রাহিম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সৌরভ গোস্বামী, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া থানার এসআই কানাইলাল চক্রবর্তী, ওসিজি প্রোগ্রাম অফিসার প্রতিনিধি নাহিদুজ্জামান।

851 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন