প্রকাশিত: আগস্ট ২৩, ২০২০
অনি চৌধুরী :: কুলাউড়া উপজেলায় সরকারি নির্দেশনা অমান্য করে অতিরিক্ত যাত্রী পরিবহন এবং সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানায় বিভিন্ন গণপরিবহনের চালক ও যাত্রীদের বিরুদ্ধে মোট ১৪টি মামলায় ৭হাজার ৩শত ৫০টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার কৌলা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অর্থদণ্ড করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী।
ইউএনও জানান, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিতকল্পে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গণপরিবহনে অতিরিক্ত যাত্রী বহন করায় এবং চালক ও যাত্রীরা মাস্ক না পরে সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি ভঙ্গ করার অপরাধে যাত্রীবাহি বাস, সিএনজি ও মোটরসাইকেলে অভিযান পরিচালনা করে এ অর্থদণ্ড করা হয়।
তিনি আরও জানান, করোনা পরিস্থিতি চলাকালে সরকারের নির্দেশনা বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে ইউএনওকে কুলাউড়া থানার পুলিশ ফোর্স সহযোগিতা করে।