১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুলাউড়ায় যানবাহনে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

অনি চৌধুরী :: কুলাউড়া উপজেলায় সরকারি নির্দেশনা অমান্য করে অতিরিক্ত যাত্রী পরিবহন এবং সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানায় বিভিন্ন গণপরিবহনের চালক ও যাত্রীদের বিরুদ্ধে মোট ১৪টি মামলায় ৭হাজার ৩শত ৫০টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার কৌলা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অর্থদণ্ড করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী।

ইউএনও জানান, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিতকল্পে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গণপরিবহনে অতিরিক্ত যাত্রী বহন করায় এবং চালক ও যাত্রীরা মাস্ক না পরে সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি ভঙ্গ করার অপরাধে যাত্রীবাহি বাস, সিএনজি ও মোটরসাইকেলে অভিযান পরিচালনা করে এ অর্থদণ্ড করা হয়।

তিনি আরও জানান, করোনা পরিস্থিতি চলাকালে সরকারের নির্দেশনা বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে ইউএনওকে কুলাউড়া থানার পুলিশ ফোর্স সহযোগিতা করে।

760 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন