প্রকাশিত: আগস্ট ২০, ২০২০
ডেস্ক রিপোর্ট :: করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসগের্র সন্দেহ নিয়ে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে নতুন করে আরও ৫ জনের করোনা শনাক্তের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। এনিয়ে কুলাউড়ায় করোনা পজিটিভ রিপোর্ট মোট ২০২ জনে উন্নীত হয়েছে।
কুলাউড়া হাসপাতালসূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে পাওয়া পজিটিভ রিপোর্টের মধ্যে কুলাউড়া পৌরসভার চাতলগাঁও এলাকার ১ জন, জয়পাশা এলাকার ১ জন ও কাছুরকাপন এলাকার ১ জন, জয়চন্ডী ইউনিয়নে উত্তর কুলাউড়া এলাকার ১ জন, ভূকশিমইল এলাকার ১ জনসহ মোট ৫ জন করোনায় শনাক্ত হয়েছেন। করোনা পজিটিভের মধ্যে এক শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ১ জন, কুলাউড়া হাসপাতালের স্টাফ ১ জন ও এমপি অফিসের স্টাফ ১ জন রয়েছেন।
এনিয়ে কুলাউড়া উপজেলায় করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা দাঁড়ালো মোট ২০২ জনে। এরমধ্যে ১৪৬ জন সুস্থ হয়ে করোনামুক্ত হয়েছেন এবং করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৫৬ জন হোম আইসোলেশনে রয়েছেন বলে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।