প্রকাশিত: আগস্ট ১৭, ২০২০
স্টাফ রিপোর্ট :: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ বিউবো সিলেট শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন করা হয় ।
শোক দিবসের প্রারম্ভে জাতিরজনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে সিলেট বিউবো হল রুমে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সহ ৭৫এর ১৫ ই আগস্ট কালরাতে ঘাতকের নির্মম বুলেটের আঘাতে শাহাদাত বরণ কারী সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শাখা কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য প্রকৌশলী শামছ-ই-আরেফিনের সঞ্চালনায় উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিতরণ অঞ্চল,সিলেটের প্রধান প্রকৌশলী খন্দকার মোকাম্মেল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শাখার যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক প্রকৌঃ মুর্শেদ মঞ্জুরুল ইসলাম প্রমুখ।