১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ধানমন্ডি ও বনানী কবরস্থানে জাতীয় শোক দিবসে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসারের শ্রদ্ধা

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার আবু জাফর রাজু।

শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এসময় ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পরে ধানমন্ডি থেকে বনানী কবরস্থানে যান প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার।

সেখানে মা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, ভাই শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেলসহ ১৫ আগস্টের শহীদদের কবর জিয়ারত করেন।

1159 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন