১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কুলাউড়ায় ‘বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার’ আয়োজনে জাতীয় শোক দিবস পালন

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মৌলভীবাজার-২ আসনের এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এর সহযোগিতায় কুলাউড়া উপজেলা ‘বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার’ আয়োজনে শুক্রবার বিকেলে কুলাউড়া পৌরসভা মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
কুলাউড়া উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি মো. আব্দুল জলিল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল হাসান রাজুর পরিচালনায় জাতীয় শোক দিবসের অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি একেএম সফি আহমদ সলামান। বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া পৌরসভার মেয়র শফি আলম ইউনুছ, সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সিনিয়র সদস্য, সাবেক কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি নওয়াবজাদা আলী ওয়াজিদ খান বাবু, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, সিলেট মহানগর জাতীয় শ্রমিকলীগের সহ-সভাপতি তাজ উদ্দিন খান আলম, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল আলম চৌধুরী উজ্জল, উপজেলা আ’লীগ নেতা সাবেক চেয়ারম্যান মোঃ শাহজাহান, মনসুর আহমদ চৌধুরী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের জেলা সভাপতি রিয়াজ আহমদ, কুলাউড়া উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস শহীদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক নেতা ছয়ফুল ইসলাম ও হোসেন মনসুর, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এনামুল হক মিফতা, এমপির বিশেষ সহকারী সোহেল আহমদ, মুক্তিযোদ্ধা মঞ্চ সভাপতি আরাফাত হোসেন ফরহাদ, নবীনলীগ সভাপতি সুমন আহমদ, সৈনিকলীগ সভাপতি মো. লিমন, অলিদ আহমদ, ছাত্রলীগ নেতা রিপন বখশ, আমরা মুক্তিযোদ্ধা সন্তান উপজেলা সম্পাদক ইমদাদুল হক প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান তার বক্তব্যে ১৫ই আগষ্টে বঙ্গবন্ধু ও বঙ্গমাতাসহ সকল শহীদানদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গঠনে ও দেশ-জাতির কল্যানে ‘বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার’ সদস্যরা অগ্রনী ভুমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পরে জাতির জনকসহ ১৫ আগষ্টে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন উত্তরবাজার জামে মসজিদের খতিব মাওঃ মাহমুদুর রহমান ইমরান। অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আবু মোহাম্মদ, শ্রমিকলীগের যুগ্ম-আহ্বায়ক আহবাব হোসেন রাসেল, শফিকুল ইসলাম জাহেদ, এমপির অফিস সহকারী শেখ রুহেল আহমদ প্রমুখ।

831 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন