১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কুলাউড়া-সিলেট রোডে গণপরিবহণে মোবাইল কোর্টের অভিযান

প্রকাশিত: আগস্ট ১২, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

এস আর অনি চৌধুরী :: কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম এর নেতৃত্বে বুধবার (১২ আগস্ট) বিকেলে কুলাউড়া থানা পুলিশের সহযোগিতায় কুলাউড়া-সিলেট রোডে গণপরিবহণে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে এক মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করায় ৩ টি যাত্রীবাহী বাস, ৭ টি সিএনজি, ১ নোহা গাড়ি ও ১ মোটরসাইকেলসহ মোট ১২ টি মামলায় ৬ হাজার ৬শত টাকা অর্থদণ্ড করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম জানান, কুলাউড়া-সিলেট রোডে গণপরিবহণে স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক ছাড়া যাত্রী উঠানো ও অতিরিক্ত যাত্রীবহন করার অপরাধে মোট ১২ টি মামলায় ৬ হাজার ৬শত টাকা জরিমানা করে আদায় করা হয়।

তিনি আরও জানান, স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে এ ধরণের মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

870 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন