প্রকাশিত: আগস্ট ১১, ২০২০
ডেস্ক রিপোর্ট :: কুলাউড়া উপজেলার গাজিপুর চা বাগানের সাগর রায় (৪০) নামে এক পুরুষ চা শ্রমিক বিষপান করে আত্মহত্যা করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কুলাউড়া সদর ইউনিয়নের গাজিপুর চা বাগানের পুরুষ চা শ্রমিক সাগর রায় সোমবার (১০ আগস্ট) বিকেল ৫ টার দিকে পরিবারের সবার অজান্তে বিষপান করে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কুলাউড়া থানার এসআই মো. সেলিম হোসেন রকি বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।