৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

কুলাউড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

প্রকাশিত: আগস্ট ৮, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলার পৌরশহরের দত্তরমুড়ি এলাকার রফিক মিয়া (৪০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (৭ আগস্ট) রাত ১১ টার দিকে নিজ ঘরের মধ্যে ঐ যুবক আত্মহত্যা করেন। নিহত রফিক মিয়া দত্তরমুড়ি গ্রামের মৃত নজির আলীর ছেলে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯ টার দিকে পরিবারের সকল সদস্যের সাথে রফিক মিয়া ভাত খেয়ে নিজ রুমে যান। পরে বাড়ির সকলের অজান্তে ঘরের মধ্যে গলায় কাপড় পেঁচিয়ে রফিক আত্মহত্যা করেন। বাড়ির লোকজন তাঁর রুমে প্রবেশ করে গলায় ফাঁস দেয়া তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পায়। রফিকের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রাথমিক সুরতহাল শেষ করে ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার মর্গে প্রেরণ করে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আত্মহত্যার সঠিক কারন জানা যায় নি।

1164 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন