প্রকাশিত: আগস্ট ৬, ২০২০
অনি চৌধুরীঃ কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় বজ্রপাতে ২ জনের মর্মান্তিক মৃত্যু ও ১ জন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা ৩ ঘটিকায় হাকালুকি হাওরে।
জানা যায় ভাটেরা ইউনিয়নের সিংহনাদ গ্রামের রফিক মিয়ার দু’শিশু পুত্র ফাহিম (১২) ও ইব্রাহিম (৮) বাড়ীর পাশ^বর্তী হাকালুকি হাওরে মাছ শিকারকালে আকষ্মিকভাবে বেলা সাড়ে ৩ টায় বজ্রপাত হলে ঘটনাস্থলে বড়ভাই ফাহিম মর্মান্তিকভাবে মৃত্যুবরন করে ও তার ছোট ভাই ইব্রাহিম গুরুতরভাবে আহত হয়। পরে তাকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানি হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে। অপরদিকে একই সময়ে বড়গাও গ্রামের হরি মালাকার (৫৫) হাকালুকি হাওরে মাছ শিকারকালে আকষ্মিকভাবে বজ্রপাত হলে ঘটনাস্থলে সে মর্মান্তিকভাবে মৃত্যুবরন করে।
ভাটেরা ইউপি চেয়ারম্যান সৈয়দ একেএম নজরুল ইসলাম জানান উভয় পরিবার অত্যন্ত গরীব। তাই তিনি উভয় পরিবারের ১ মাসের ভরন-পোষনের ব্যবস্থা করবেন বলে জানান।