প্রকাশিত: জুলাই ৩০, ২০২০
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুলাউড়াসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি নবাবজাদা আলী ওয়াজিদ খান বাবু।
ঈদের শুভেচ্ছা জানিয়ে এক বার্তায় আলী ওয়াজিদ খান বাবু বলেন, ত্যাগের মহিমায় মহিমান্বিত ঈদুল আযহা মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করার শিক্ষা দেয়। কোরবানির মূল শিক্ষা, ব্যক্তিজীবনে প্রতিফলিত করে মানব কল্যাণে কাজ করতে সবার প্রতি আহবান জানান।
তিনি আরও বলেন, ‘ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আযহা ধনী-গরীব সব মানুষের মধ্যে বয়ে নিয়ে আসুক অনাবিল আনন্দ-সুখ-শান্তি ও সমৃদ্ধি এই কামনা করি।
পবিত্র এই দিনে সবাইকে নিয়ে মিলে মিশে গরীব দুঃখী মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহব্বান জানিয়েছেন তিনি।
কুলাউড়াবাসীকে জানাই পবিত্র ঈদ-উল-আযহার অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক।