প্রকাশিত: জুলাই ৩০, ২০২০
ডেক্স রিপোর্টঃ শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও শ্রীমঙ্গল উপজেলা স্কাউটস এর আয়োজনে বৃহস্পতিবার ২ শতাধিক স্কাউটারদের মধ্যে খাদ্য সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা স্কাউট সম্পাদক বিমান বর্ধনের পরিচালনায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্কাউটারদের মধ্যে খাদ্য সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণ করেন প্রধান অতিথি শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান শ্রী রণধীর কুমার দেব। অনুষ্টানে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ক্ষুদ্র নৃ-গোষ্টীর সমন্বয়কারী তাজুল ইসলাম জাভেদসহ উপজেলা স্কাউট নেতৃবৃন্দ, শিক্ষক-অভিভাবক ও স্কাউটাররা উপস্থিত ছিলেন।
উপজেলা স্কাউট সম্পাদক বিমান বর্ধন জানান শ্রীমঙ্গল উপজেলার ২৩ টি মাধ্যমিক ও ১ শতটি প্রাথমিক বিদ্যালয়ের ২৪৬ জন স্কাউট ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রত্যককে চাল, আটা, আলু, লবন, তেল, দুধ, চিনি, নুডুস, সেমাই, পিয়াজ, রাধুনী মশলা, সাবান, মাস্ক, খাতা, কলম, ইরেজারসহ খাদ্য সহায়তা ও শিক্ষা উপকরণের প্যাকেট বিতরণ করা হয়।