প্রকাশিত: জুলাই ২৫, ২০২০
স্টাফ রিপোর্ট :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে “বৃক্ষরোপণ অভিযান” কর্মসূচির অংশ হিসেবে কুলাউড়ার ১৩ টি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল এর উদ্যোগে ২০০ করে দুই হাজার ছয়শত চারা বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) প্রতিটি ইউনিয়ন ইউনিয়ন গিয়ে নাদেলের পক্ষে চারা পৌছে দেন উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি তুহিনুর রহমান ইয়াকুব, উপজেলা যুবলীগের ত্রান বিষয়ক সম্পাদক, সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এস এম জুনাব আলী, উপজেলা যুবলীগের সমাজকল্যান বিষয়ক সম্পাদক জুমন আহমদ, উপ প্রচার সম্পাদক শিপন খান, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা মাজহারুল ইসলাম খান টিপু ও কার্জন দাশ।
এসকল চারা গ্রহণ করেন ভাটেরা ইউনিয়নে ভাটেরা ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ইউপি আ.লীগের সম্পাদক নানু মিয়া, ব্রাহ্মণবাজার ইউনিয়নে ইউপি চেয়ারম্যান মমদুদ হোসেন, টিলাগাঁও ইউনিয়নে ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক, কাদিপুর ইউনিয়নে ইউপি আ.লীগের সভাপতি হিরা মিয়া, ভূকশিমইল ইউনিয়নে আ.লীগ কাঞ্চন মিয়া এবং জাহাঙ্গীর আলম, কুলাউড়া সদর ইউনিয়নে ইউপি আ.লীগের সম্পাদক আব্দুল আজিজ, কর্মধা ইউনিয়নে মছদ্দর আলী, পৃথিমপাশা ইউনিয়নে আব্দুল মান্নান, শরিফপুর ইউনিয়নে মকদ্দছ আলী, জয়চন্ডী ইউনিয়নে ইউপি আ.লীগের সম্পাদক আব্দুল আউয়াল ও হাজীপুর ইউনিয়নে সমুজ মিয়া।
চারা বিতরনীতে বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি, সম্পাদক, জনপ্রতিনিধি ও আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।