প্রকাশিত: জুলাই ২৪, ২০২০
ডেস্ক রিপোর্ট :: কুলাউড়া থানা পুলিশ এক অভিযান চালিয়ে কুলাউড়ার কুখ্যাত গরুচোর ফখরুল ইসলাম (৩৫) কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
ফখরুল পৌরসভার দক্ষিণ জয়পাশা এলাকার মৃত রমজান আলীর ছেলে।
থানা সূত্রে জানা গেছে, কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধায় গরুচোর ফখরুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
আটকের বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী জানান, গরুচোর ফখরুলকে শুক্রবার (২৪ জুলাই) কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।