প্রকাশিত: জুলাই ২৪, ২০২০
এস আর অনি চৌধুরী :: কুলাউড়া ও জুড়ী উপজেলায় শনিবার (২৫ জুলাই) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানা গেছে।
কুলাউড়া পিডিবির নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন জানান, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কুলাউড়া পিডিবির সাব স্টেশনের কন্ট্রোলরুমে শনিবার জরুরী মেরামত কাজ করা হবে।
এজন্য শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত কুলাউড়া ও জুড়ী উপজেলায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
তিনি এ সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।